Part of Speech কাকে বলে। Part of Speech এর প্রকার সমূহের আলোচনা।

প্রিয় বন্ধুরা, ইংরেজী শিখতে হলে অবশ্যই Part of Speech সম্পর্কে ধারনা থাকা দরকার। আশা করি আমার পোষ্টটি পড়লে সহজ ভাবে বুঝতে পারবেন।আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। তার পরেও যদি কোন ভূল বা বোঝা যাচ্ছেনা এমন হয় তহলে অবশ্যই এখানে ক্লিক করে আমাকে জানাবেন।  আমি সংশোধন করার চেষ্টা করব।
Parts Of Speech কাকে বলে ? Part of Speech কত প্রকার ও কি কি?
PARTS OF SPEECH (পদ)
Parts of Speech ইংরেজী গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় । Parts of speech ছাড়া ইংরেজী শিখা অসম্ভব । শুদ্ধ ইংরেজী জানার ক্ষেত্রে Parts of Speech এর প্রয়োজনীয়তা অনষীকার্য ।
Definition (সংজ্ঞা): বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে Parts of speech বা পদ বলে । যেমন: - Go, Do, Success ইত্যাদি এই অর্থ গুলো প্রকাশ করে । Parts of speech শিখতে হলে আমাদের Mainly (প্রধানত) তিনটি বিষয় জানা একান্ত জরূরী ।
সে গুলি হল :
1. Identifying Parts of speech (চিহ্নিত পদ )।: Parts of speech ( পদ ) চিনতে হবে । কোন শব্দ কোন Parts of speech (পদ) তা চিনতে হবে । যদি চিনতে না পারি তাহলে শব্দটা সঠিক ব্যবহার করতে পারব না । তাই শব্দের অর্থ জানার পাশাপাশি আমাদের জানা দরকার শব্দটা কোন Parts of speech (পদ) ।
2. Word Function (শব্দের কাজ): একটা শব্দ বাক্যে কি হিসেবে কাজ করবে সে বিষয়টা বুঝতে হবে ।Verb (ক্রিয়া) হিসেবে কাজ করবে, না Noun (বিশেষ্য) হিসেবে কাজ করবে সে বিষয়টা বুঝতে হবে ।
3. Word Formation (শব্দ গঠন): একটা শব্দ থেকে আর একটা শব্দ গঠন করা । যেমন : আমরা শব্দের অর্থ জানি সেই শব্দটা কোন পদ সেটা বুঝতে হবে সেটা Noun (বিশেষ্য)না Adjective (বিশেষন)যদি শব্দটা Noun হয় তাহলে এর অন্যরূপগুলি যেমন : Adjective, Verb, Adverb (বিশেষন, ক্রিয়া, ক্রিয়া বিশেষন, বিশেষনের বিশেষন) কি হবে । যেমন : Success শব্দটা Noun এর অর্থ সফলতা এখন জানা দরকার এর অন্য রূপগুলি Success শব্দের Verb (ক্রিয়া)হল Succeed অর্থ সফল হওয়া । Adjective (বিশেষন)হবে Successful অর্থ সফল এবং Adverb (ক্রিয়া বিশেষন)হবে Successfully অর্থ সফলভাবে এভাবে আমরা একটা শব্দ থেকে চারটা শব্দ জানতে পারি ।
CLASSIFICATION
(শ্রেণীবিভাগ)
Parts of Speech are of eight kinds (Parts of Speech আট প্রকার) । যথা:-
(a) Noun (বিশেষ্য) (b) Pronoun (সর্বনাম) (c) Adjective (বিশেষন) (d) Verb (ক্রিয়া)
(e) Adverb (ক্রয়া বিশেষন) (f) Preposition (পদান্বয়ী অবয়) (g) Conjunction (সংযোগ অবয়) (g) Interjection (মধ্যে নিক্ষেপ অবয়)
1. NOUN (বিশেষ্য) : A noun is the name of any human, object, place, or action (বিশেষ্য হল কোন ব্যক্তি, বস্তু, স্থান বা ক্রিয়ার নামকে বুযায় ।)
Examples (উদাহরণ):
Name of Human: - Rahim, Jerry, Rubel, Alpona.
Name of Object: - Book, Calculator, Bamboo.
Name of Place: - Dhaka, Bandarban, Khagrachari, Rangamati
Name of Action: - Hesitation (দ্বিধা), Purification (বিশুদ্ধকরণ), Function (কাজ)
Classification of Noun
(বিশেষ্য এর শ্রেণীবিভাগ)
Traditional (ঐতিহ্যগত) Grammar অনুযায়ী noun প্রথমত দুই প্রকার । যথা: -
(i) Concrete Noun (; (i) Abstract Noun;
(i) Concrete Noun: Concrete Noun আবার চার প্রকার । যথা: -
(a)Proper Noun; (b) Common Noun; (c)Collective noun; (d)Material Noun; এখন Concrete Noun এর এই চার প্রকার এবং Abstract Noun মিলে মোট ৫ Noun হল :
(a) Proper Noun; (b) Common Noun; (c) Collective Noun;
(d) Material Noun; (e) Abstract Noun;
(1) Proper Noun: যে শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, বা স্থানের নির্দিষ্ট নাম বুঝায় তাকে Proper Noun বলে ।যেমন: -
(a) Somadhi Chakma is a good girl. (b)Dhaka is the capital of Bangladesh.
(2) Common Noun: যে শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে ।
a. He is a good boy. b. His father is a doctor.
(3) Collective Noun: যা দ্বারা এককভাবে কাউকে না বুঝায়ে কোন কিছুর সমষ্টিগত নাম বুঝাবে । চিনার উপায় :- চিনার জন্য খেয়াল রাখা দরকার যে Collective Noun হল কয়েকটি Noun এর সমষ্টি এটা দ্বারা একাএকা কাউকে বুঝাবেনা বরং সকলের সম্মিলিত নাম বুঝাবে । যেমন : -
(a) I read in class seven. (b) I saw a herd of sheep in the field.
Here class and herd are collective noun.
(4) Material Noun (দ্রব্য বাচক বিশেষ্য):-যে সমস্ত জিনিষ গুনা যায় না শুধু মাত্র ওজন করা যায় তাকে Material Noun বলে । Material Noun এর ক্ষেত্রে যদি আমরা নীচের ছন্দটি মনে রাখি তাহলে চেনা সহজ হবে –
গুন্তে পারিনা ওজন করি, Material noun তাকে ধরি । Material Noun এর আগে, Articles কভু নাহি লাগে । যেমন :
(a) Gold is a precious metal. (b)Water is liquid.
এখানে Gold আর Water হল Material Noun কারন এগুলো গণনা করা যায় না বরং ওজনের মাধ্যমে পরিমাপ করা যায় । যেমন :-
(c) He is eating rice. (d) Sugar is sweet. (e) Milk is white.
(5) Abstract Noun: যা দ্বারা দোষ, গুন, অবস্থা এর নাম বুঝায়, যা ধরা যায় না, ছোয়া যায় না, শুদুমাত্র অনুভব করা যায় তাকে Abstract Noun বলে । যেমন: -
(a)Kindness is a great virtue. (b)Honesty is the best policy.
এখানে Kindness, Honesty দুতোই গুনের নাম বুঝাছে তাই এগুলো Abstract noun .
অনুরূপভাবে (a) Patience has its reward. (b) Unity is strength. (c) Friendship makes a man happy.
****যখন কোন শব্দের শেষে cy, ce, age, ry, ice, ship, tion, ness, ism, ty, ment ইত্যাদি থাকবে তখন বুঝতে হবে সে গুলি Abstract Noun হবে ।যেমন :-Advice, carefulness, wisdom, growth, accuracy, heroism.
এছাড়াও নিম্নলিখিত পাঁচ প্রকারের শব্দ Abstract Noun হিসেবে গণ্য হবে ।
(a) Quality (গুণ বাচক শব্দ) Gentleness, Greatness, Strength,
(b) State (অবস্থা বাচক শব্দ) Healthy, sickness, Childhood, freedom,
(c) Action (কাজ বাচক শব্দ) Arrival, Departure, education, obedience
(d) Name of Science and Arts (Science এবংArts এর Subject সমূহের নাম)
Chemistry, Physics, Logic, Economics
(e) Name of Disease (রোগের নাম) Malaria, Asthma, Gastric, Dysentery,
Function of a Noun in the sentence:
(1) বাক্যের Subject হিসাবে বসে The dog is faithful to its master.
(2) বাক্যের Object হিসাবে বসে He reads a book. I'll buy a pencil.
(3) Verbএর Complement হিসাবে বসে We made him captain. He is a teacher
(4) Preposition এর Object হিসাবে বসে He was absent from the meeting.
(5)Case in Apposition হিসাবে বসে Kamal, the teacher of Dhaka University is a pious man
2. PRONOUN (সর্বনাম): A pronoun is a word used in place of a noun.(Noun এর পরিবর্তে ব্যবহৃত শব্দকে Pronoun বলে ।)
Examples(উদাহরণ): He(সে,)You (তুমি), They(তারা), We (আমরা), Our (আমাদের)Us (আমাদের),Mine(আমার),Ours (আমাদিগের), Your (তোমার), Yours (তোমাদের), His (তার,(ছেলে হলে)), Her (তার, মেয়ে হলে)), Hers (তাদের, মেয়ে হলে)), It (এটা),Its (এর), Them (তাদের, ছেলে হলে), Their (তাদের), Theirs (তাহাদেরই), This (এই), That (যে,ঐ), These (এইতি,এইজন), Who (কে), What (কি), Which (কোনটি) ইত্যাদি হল Pronoun.
3. ADJECTIVE (বিশেষণ) t An adjective is a word that qualifies (যোগ্যতা) a noun or a pronoun. ( Noun বা pronoun কে বিশেষিত করে (দোষ,গূন, অবস্থা, বিশিষ্ট বুঝায়) এমন শব্দকে Adjective বলে ।
Examples (উদাহরণ): Rubel Chakma is a good boy. Mina Chakma is a beautiful girl. Alpona Chakma wears (পরিধান করা) a blue skirt. রুবেল চাক্‌মা একজন ভালো ছেলে । মিনা চাক্‌মা একজন সুন্দর মেয়ে । আলপনা চাক্‌মা নীল স্কার্ট পরেছে ।
More Example of Adjective (বিশেষনের আরো উদাহরণ): Fine (সুন্দর), Hard (কঠিন), Ugly (কুৎসিত), Naughty (দুষ্ট), Rich (সমৃদ্ধ), Little (সামান্য), Small (ছোট), A (একটি) Two (দুই), First (প্রথম), Second (দ্বিতীয়) etc.
4. VERB(ক্রিয়া): A verb is a word that expresses (প্রকাশ করে) some (কোন) action (কাজ) (Verb হল সেই শব্দ যা কোন কাজ প্রকাশ করে।)
Examples (উদাহরণ): Be (থাকা, হওয়া), Have (আছে), Do (করা), Run (দৌড়ানো), Think (চিন্তা করা), Dance (নৃত্য) Jump (লাফ দেওয়া), Laugh (হাসা), See (দেখা) etc.
5. ADVERB (ক্রিয়া বিশেষণ): An adverb is a word that modifies (পরিবর্তন) a verb, an adjective, or another (অন্য) adverb. (adverb হল এমন একটি শব্দ যা কোন verb, adjective বা অন্য কোন adverb কে পরবর্তন করে বা তার সাথে নতুন অর্থ সংযোগ করে ।)
Explanation & Examples (ব্যাখ্যা ও উদাহরণ: Swiftly (দ্রুতগতিতে), Well (ভালো) Strongly (দৃঢ়রূপে), Forcibly (জোরপূর্বক) Ect. যেমন:- He run swiftly. সে দ্রুত দৌড়ায় । এখানে run কে পরিবর্তন করে run swiftly মানে দ্রুত দৌড়ানো, অর্থাৎ swiftly হচ্ছে adverb. Rubel Chakma is a very good boy.
6. PREPOSITION (পদান্বয়ী অব্যয়): A preposition is a word placed (স্থাপিত) before a noun or a pronoun to show (প্রদর্শন করা) is relation (সম্পর্ক) to some other word in the sentence. ( Preposition হচ্ছে সেই সব word যারা কোন noun অথবা pronoun পূর্বে বসে সেই পূর্ববর্তী কোন বাক্যের সঙ্গে সম্পর্ক প্রদর্শন করে ।
Examples (উদাহরণ): I have a love for her. (তার জন্যে আমার ভালবাসা আছে ।) এখন for হল একটি Preposition.
More Example of Preposition (পদান্বয়ী অব্যয়ের আরো উদাহরণ): At (এ), To (থেকে), By (দ্বারা), On (উপর) Of (এর) Over (উপর), Above (উপরে), Behind (পিছনে), From (থেকে), With (সঙ্গে), Below (নিচে), Under (নিচে), Beside (পাশে) etc.
7. CONJUNCTION (সংযোজক অব্যয়): A Conjunction is a word use to join two or more sentences. (দুই বা ততোধিক বাক্য একত্রিত করে যুক্ত করার জন্য যে শব্দ ব্যবহৃত হয় তাকে Conjunction বলে ।)
Examples (উদাহরণ): Rubel Chakma went to Dhaka but not to the Zoo. এখানে, Rubel Chakma went to Dhaka এবং not to the Zoo এ দুটো sentence কে but দ্বারা যুক্ত করা হয়েছে । কাজেই but হচ্ছে conjunction.
More Conjunction: As (যেমন), If (যদি) Unless (যদি না, তা না হলে) Until (যতক্ষন পর্যন্ত), Till (পর্যন্ত), While (যখন) Lest (পাছে), Because (কারণ), However (যাকা হউক) Etc.
8. INTERJECTION (মধ্য নিক্ষেপ): An interjection is a word which expresses some strong and sudden feeling or emotion. (প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশক শব্দ হল interjection.)
Examples (উদাহরণ): কী মজা! আমরা খেলায় জিতেছি । Hurrah! We have won the game.
Fie! You are a thief. (ছিঃ তুমি একজন চোর ।)
Hello! Where are you going? (ওহে,তুমি কোথায় যাচ্ছ?)
Hush! Our Sir comes. (চুপ; স্যার আচ্ছেন।)
এখানে, fie (ছিঃ), hello (ওহে), hurrah (কি মজা), hush (চুপ)এগিলো হচ্ছে interjection. Which (যা, যেটি) this is my table which- I bought last month. (এটা আমার টেবিল যা আমি গতমাসে কিনেছিলাম)

2 comments:

  1. Thanks,

    Do you know the difference between Words and Parts of speech,

    Visit to learn...

    https://akacademyblogs.blogspot.com/2019/10/word-part-of-speech-words.html?m=1

    ReplyDelete
  2. What is a good card and why is
    When playing card games like 바카라 사이트 총판 poker and blackjack, the player who wins gets 스포츠 벳 to have his 슈어맨 cards 벳365코리아 back and the person who wins the contract wins a 온라인 바카라 게임 hand,

    ReplyDelete

Powered by Blogger.