সাজেক ভ্যালি।
চলুন ঘুরে আসি খাগড়াছড়ি ও স্বর্গ রাজ্য খ্যাত সাজেক ভ্যালি।
   সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। সাজেকের অবস্থান খাগড়াছড়ি জেলা থেকে উত্তর-পুর্ব দিকে। মুল সাজেক বলতে যে স্থানকে বুঝায় সেটি হলো ‘রুইলুই’ এবং ‘কংলাক’ নামের দুটি বসতি, স্থানীয় ভাষায় ’পাড়া’। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ১৮০০ ফুট।সাজেকে মূলত লুসাই,পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে। সাজেক থেকে ভারতের মিজোরাম সীমান্তের দুরত্ব ১০ কি.মি.।কমলা চাষের জন্য বিখ্যাত সাজেক।

সাজেক ভেলী কি ?
   সাজেক এমন একটি জায়গা যেখানে গেলে মুহূর্তে প্রকৃতির রংঙের সাথে
মনের রং ও বদলে যায়। ভাগ্য ভাল হলে ২৪ ঘণ্টায় আপনি প্রকৃতির তিনটা রূপই দেখতে পারবেন । কখনো খুবই গরম একটু পরেই হটাৎ বৃষ্টি এবং তার কিছু পরেই হয়তো চারদিকে ঢেকে যাবে কুয়াশার চাদরে । রাতে এই দুর্গম পাহাড়ের চুড়ায় যখন সোলারের কল্যাণে বাতি জ্বলে উঠে তখন সৃষ্টি হয় অসাধারণ এক পরিস্থিতি । অনেক বাচ্চারা রোড লাইটের নিচে বই নিয়ে বসে পড়ে অথবা ঐ টুকু আলোর ভিতরেই খেলায় মেতে উঠে । সাজেকে ৩টা হ্যালি প্যাড আছে ৩টার সৌন্দর্য তিন রকম । এছাড়া রুইলুই পাড়া হতে হেটে আপনি কমলং পাড়া পর্যন্ত যেতে পারেন এই পাড়াটিও অনেক সুন্দর এবং অনেক উচুতে অবস্থিত । কমলার সিজনে কমলা খেতে ভুলবেন না । সাজেকের কমলা বাংলাদেশের সেরা কমলা । বাংলাদেশ আর্মিদের দারা রুইলুই পাড়ার অধিবাসীদের জন্য একটা ছোট তাত শিল্প গরে তোলা হয়েছে। এখানে সুন্দর সুন্দর গামছা লুঙ্গী পাওয়া যায়
সাজেক ভেলীতে কিভাবে যাবেন ?
  সাজেক রাঙ্গামাটি জেলাতে পরলেও খাগড়াছড়ি হয়ে যাতায়াতে সবচেয়ে সহজ । উত্তর বঙ্গ থেকে যারা যাবেন বাইপাইল ( ই পি জেড, সাভার, ঢাকা) থেকে শান্তি পরিবহন, সৌদিয়া পরিবহন সন্ধ্যা ৭টা – রাত ৯টার মধ্যে গাড়ি ছেড়ে দেয়। ভাড়া বাইপাইল – খাগড়াছড়ি ৫৭০৳ টাকা বাইপাইল – দিঘীনালা ৬৫০৳টাকা । ঢাকা থেকে এস আলম, ইকোনো, সৌদিয়া, শান্তি, ঈগল আর শ্যামলী নন এসি আর সেন্টমার্টিন এর এসি বাস খাগড়াছড়িতে যায়। গাবতলী থেকে ছাড়ে রাত ৯টা – ১০ টার মধ্যে সায়েদাবাদ থেকে রাত ১০টা -১১.৩০টার মধ্যে গাড়ি ছেড়ে দেয়। ভাড়া গাবতলী থেকে ৫২০৳টাকা (নন এসি) ৭০০৳ টাকা (এসি) । সায়েদাবাদ থেকে আরো কম ভাড়া। যারা খাগড়াছড়ি পর্যন্ত যাবেন যেখান থেকে দিঘীনালা যেতে হবে। খাগড়াছড়ি থেকে বাসে অথবা চান্দের গাড়িতে গেলে জনপ্রতি ৪৫ টাকা । সি এন জি ও মটর বাইক ভাড়া করেও যেতে পারবেন । দিঘীনালা থেকে সাজেক যেতে চান্দের গাড়ি ও মটর বাইক ভাড়া যায় ।
কোথায় থাকবেন ?
  সাজেকে অনেক রিসোর্ট আছে আপনারা যেখানে খুশি থাকতে পারবেন। তবে আমি একটা রিসোর্টের কথা বলবো হিমালয় রিসোর্ট। রাস্তার পাশে গাড়ি থেকে নেমেই রিসোর্টে ওঠা যায়। আর ভিতরে ডুকে জানালা খুলে থাকালে মনে হয় যেন পুরো পাহাড়টা হিমালয় রিসোর্টের নিচে। পাখি হয়ে ডানা মেলে উড়ে বেড়াতে ইচ্ছে হয়। প্রাকৃতিক অপরুপ দৃশ্য রুমের ভিতর থেকে উপভোগ করা যায়।আর কি বলবো বেশি বললে বিশ্বাস করবেন না। আর একটা কথা না বললে নয় সেখান কার পাহাড়িরা জীবনের সাথে যুদ্ধ করে কিভাবে বেচেঁ থাকেন না দেখলে চিন্তা করাই যায় না।

u আর খাওয়ার কথা ভাবছেন?.... খাওয়া নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই । কারণ হিমালয় রিসোর্ট আপনার পছন্দের খাবার খাওয়াতে চেষ্টা করে।

u বুকিং দিবেন?... অগ্রীম বুকিং দেয়ার জন্য কল করুন……০১৮৫৫-৮৪১৪২৮ , ০১৮২০-৭১০৫৯৪, ০১৮৮২-১৬০৬০৫





No comments

Powered by Blogger.